ঝিনাইদহে নানামূখী প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সাথে মতবিনিময় ও ইমামদের নিয়ে ৫ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক শাহিন বিন জামান, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান।
আয়োজকরা জানান, আগামী ৫ দিন জেলার ৬ উপজেলার বাছাইকৃত ২৪ জন ইমামকে জঙ্গিবিরোধী, প্রাকৃতিক দুর্যোগে করনীয় ও নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে করনীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হবে।