পহেলা বৈশাখের অনুষ্ঠান না করে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি কর্মহীন হয়ে পড়া গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।
সোমবার বেলা ১১ টায় আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। জন প্রতি ৫ কেজি চাল,২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবন, ১লিটার তৈল ১টা করে সাবান ২৫০ জন হত-দরিদ্র মানুষের মাঝে বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ খান আক্তারুজ্জামান, জিপি বিকাশ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, সাবেক সহ-সভাপতি সাদাতুর রহমান হাদী, সাবেক জিপি সুবীর সমাদ্দার, শামসুজ্জামান লাকী, জাহিদুল ইসলাম জাহিদ, আতিয়ার রহমান, গৌতম কুমার, আবু রওশন রিপন, আব্দুল মান্নান-২, মাযহারুল আনোয়ার সবুজ, শফিকুর রহমান শফিকসহ আইনজীবী সমিতির অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।