প্রচার প্রচারণায় জমে উঠেছে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন। নির্বাচনের দিন ঘনিয়ে এসেছে আগামী ২১ডিসেম্বর সকাল থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখন প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত অবধি জেলার বিভিন্ন উপজেলায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।
নির্বাচনে বিএনপি সমর্থীত সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে ‘শতভাগ দুর্নীতি, বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত, চিকিৎসার মানউন্নয়নের অঙ্গিকার নিয়ে গঠিত মোয়াজ্জেম-পান্নু প্যানেল নির্বাচনী গণসংযোগ কওে বেড়াচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করছেন। গত মঙ্গলবার সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের প্যানেল ডায়াবেটিক হাসপাতালের নানা উন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি, ভোগান্তী দুর ও ব্যয় কমানোর নানা প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার ঘোষণা করেছেন। সেসময় প্যানেলের সভাপতি প্রার্থী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদি বলে জানান।
অপর দিকে জামায়াত সমর্থীত সচেতন নাগরিক ফোরামের প্রার্থীরা নির্বাচনে জয়ের জন্যে ডায়াবেটিস সমিতির নানামুখী উন্নয়ন স্বচ্ছতা এবং জবাবদীহিতার সাথে করা হবে বলে নানান প্রতিশ্রুতি দিয়ে জোর প্রচার প্রচারণা চালাচ্ছে। সচেতন নাগরিক ফোরামের সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম শহিদ এবং সাধারণ সম্পাদক শফিউল আলম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত কোন প্যানেল দেয়নি।
আগামী ২১ ডিসেম্বর শনিবার ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১টি পদে দুটি প্যানেলে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ওই দিন সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ৩০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।