ঝিনাইদহ পাবলিকিয়ান এসোসিয়েশনের প্রথম মিলনমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়েশা কনভেনশন সেন্টার গিলাবাড়িয়া, হরিণাকুণ্ডু রোড ঝিনাইদহে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল লিমিটেড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. প্রভাষ কুমার কর্মকার, প্রফেসর পরিসংখ্যান বিভাগ ও সাবেক প্রশাসক জনসংযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, প্রধান আলোচক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, মেয়র ঝিনাইদহ পৌরসভা।
জেলা প্রসাশক ঝিনাইদহ জনাব সরোজ কুমার নাথ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধান আলোচক সাইদুল করিম মিন্টু অনুষ্ঠানে বলেন সকল শিক্ষার্থীকে চাকরি দেওয়া হবে। যে শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে পাস করে আসবে তাকে রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল লিমিটেডে চাকরি দেওয়া হবে। সকল বিভাগের ছাত্র ছাত্রীদেরকে সব ধরনের চাকরির অ্যাপ্লিকেশন করতে বলেন, চাকরির জন্য সকল প্রকারের সাহায্য ছাত্রছাত্রীরা পাবে।
সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।