ঝিনাইদহে কুমড়া বোঝাই পিকআপের মধ্যে থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে র্যাব। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ-মাগুরা সড়কের বিসিক শিল্প নগরীর গেটের সামনে চেকপোস্ট বসিয়ে এক কেজি গাজা ও ১১৭ বোতল ফেন্সিডিলসহ পিকআপের চালক মারুফ হোসেন (২৪) ও সহযোগী হাসমত মোল্লা (৩০) কে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৭ হাজার টাকা ।
র্যাব সূত্রে জানাগাছে, কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে তারা বিসিক শিল্প নগরীর ১নং গেটের সামনে চেক পোস্ট বসায়। সে সময় একটি কুমড়া বোঝাই পিকআপকে গতিরোধ করে র্যাব। পিকআপটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক মারুফ হোসেন, হেলপার হাসমত মোল্লা, নজরুল ও শহিদুল নামের ৪ জন পালাতে চেষ্টা করে। সে সময় র্যাব মারুফ হোসেন ও হাসমতকে আটক করলেও অপর দু’জন পালিয়ে যায়।
পরে পিকআপের উপর কুমড়া বোঝাই বস্তায় তল্লাসী চালিয়ে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজা ও ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে র্যাব দাবি করে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, চেকপোস্ট বসিয়ে র্যাব সদস্যরা এক কেজি গাজা ও ১১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা করেছে। এছাড়া মাদকদ্রব্য বহনকারী কুমড়া বোঝাই পিকআপটি জব্দ করা হয়েছে। এছাড়া আটককৃত ও পলাতকদের আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।