ঝিনাইদহ সার্কেলে যোগদান করলেন চুয়াডাঙ্গা জেলা থেকে আসা অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার । তিনি ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানার (সদর সার্কেলে) অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে সম্প্রতি যোগদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ৩১ তম বিসিএসের মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসাবে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।
তার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়। ইতিপূর্বে তিনি ভোলা, বরিশাল ও চুয়াডাঙ্গা জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এই ব্যাপারে আবুল বাশার সাংবাদিকদের বলেন, ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা মোতাবেক এ জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাব”।
কোন ধরনের অবৈধ কাজ, অস্ত্র, মাদক, নাশকতা, সন্ত্রাসসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড রুখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।