প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষাদানের বিষয়ে মেহেরপুরের গাংনী উপজেলায় শুরু হচ্ছে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম। মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ কর্মসুচী বাস্তবায়ন করছে। আজ বেলা ১১টায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার সভা কক্ষে অবহিত করণ সভার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা শিক্ষা অফিসারা আলাউদ্দীন। প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন মউক নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, প্রাথমিকের প্রধান শিক্ষক, কমিটির সদস্য ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।