ওয়ানডে সিরিজে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি টিম ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিন সামলাতে হিমশিম খেয়েছিলেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।
হোয়াইটওয়াশ হওয়ার পর সফরকারী কোচ ফিল সিমন্সও বাংলাদেশের স্পিন মোকাবিলায় আরও কাজ করার তাগিদ অনুভব করেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক স্পিনারদের সামলাতে নেটে বাড়তি কাজ করছেন ব্যাটসম্যানরা, এমনটা জানালেন ।
উইন্ডিজ পেসার কেমার রোচ বলেন, ‘স্পিন নিয়ে অনেক কাজ করছে ব্যাটসম্যানরা। তারা শুনছে এবং কীভাবে উন্নতি করা যায় জানতে চাচ্ছে। যা দেখতে পাচ্ছি তাতে আমি খুব খুশি। আমি নিশ্চিত তারা ভালো করবে।’
ডানহাতি এই পেসার আরও যোগ করেছেন, ‘স্পিন ভালো খেলার বিষয়টি মাথায় রেখে ছেলেরা বাড়তি কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তাদের পা ব্যবহার করছে, সুইপ করছে। এখানে আসার পর থেকে ছেলেদের কাজের ধরনে উন্নতি দেখতে পাচ্ছি। আমি আশা করি তারা টেস্ট সিরিজে ভালো ফল দেখবে এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য একটি ম্যাচ জিতবে।’