এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ১-০ গোলে হেরেছিল আল নাসর। সোমবার (১১ মার্চ) রাতে ফিরতি লেগে রাতে ঘরের মাঠে নির্ধারিত ৯০ মিনিটে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় সৌদি ক্লাবটি।
তবে দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলের সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের খেলায় ১০৩ মিনিটে গোল করে আল আইন। এরপর ম্যাচের ১১৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। শেষ পর্যন্ত ৪-৪ গোলে সমতায় থেকে শেষ হয় ১২০ মিনিটের খেলা।
এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আল নাসরের পক্ষে শট নেন চার জন। এর মধ্যে শুধুমাত্র রোনালদো গোল করতে সক্ষম হন। মার্সেলো ব্রোজোভিচ, আলেক্স তেলেস ও ওটাভিও গোল করতে ব্যর্থ হন। তাতে টাইব্রেকারে ৩-১ গোলে হেরে বিদায় নেয় রোনালদোর আল নাসর।
সূত্র: ইত্তেফাক