রাজশাহীর দুঃসময় যেন কাটছেই না। দিনকয়েক আগে ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছিলেন চুক্তির অর্থ পাননি বলে। এরপর তারা মাঠে ফিরেছেন আবার। তবে এবার আর বয়কট নয়, সরাসরি বিসিবির কাছে অভিযোগ করে বসলেন শ্রী লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন, তার অভিযোগ, রাজশাহী কর্তৃপক্ষ এখনও তার টাকা দেয়নি।
চলমান বিপিএলে দুর্বার রাজশাহী এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ৩টি জয় ও ৬টি হারের মাধ্যমে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে। এর মধ্যে সামারাকুন রাজশাহীর হয়ে খেলেছেন একটি ম্যাচ।
সামারাকুন তার বকেয়া অর্থ নিয়ে বিসিবির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সামারাকুন হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবি কর্মকর্তাদের বিষয়টি জানান। বিসিবি জানিয়েছে, তারা বিভিন্ন খেলোয়াড়ের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাচ্ছে এবং বিষয়গুলো গুরুত্বের সাথে দেখছে।
রাজশাহীর অর্থপ্রদানের ইস্যু নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। দলের স্থানীয় খেলোয়াড়রা তাদের বকেয়া পারিশ্রমিকের দাবিতে চট্টগ্রামে প্রথম অনুশীলন সেশন বয়কট করেন। এমনকি তারা পরিস্থিতির সমাধান না হলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করার হুমকিও দিয়েছিলেন।
শেষ পর্যন্ত ম্যাচের কয়েক ঘণ্টা আগে খেলোয়াড়দের বকেয়া বেতনের ২৫ শতাংশ নগদ এবং আরও ২৫ শতাংশ চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে সামারাকুনসহ কিছু বিদেশি খেলোয়াড় এখনও তাদের পাওনা অর্থ পাননি বলে জানা গেছে।
সামারাকুনের চুক্তির মোট মূল্য ছিল ১৫ হাজার মার্কিন ডলার। পুরো বিপিএল জুড়ে তিনি রাজশাহীর হয়ে চুক্তিবদ্ধ থাকলেও অর্থপ্রাপ্তি নিয়ে তার অভিযোগ বিপিএলের ব্যবস্থাপনা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দায়বদ্ধতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
সূত্র: যুগান্তর