ফরাসি লিগ ওয়ানে টানা তৃতীয়বার ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অতিরিক্ত সময়ে ১-০ গোলে পিএসজির কাছে হারলো গত মৌসুমের রানার্সআপ দল মোনাকো।
পিএসজির জন্য জয়টা খুব একটা সহজ ছিল না। অনেক চেষ্টা করেও নির্ধারিত সময়ের মধ্যে কোনও গোল করতে পারেনি কোনও দল। অবশেষে অতিরিক্ত সময়ের গোলে পিএসজিকে জয় উপহার দেয় উসমান দেম্বেলে।
টুর্নামেন্টে এ নিয়ে মোট ১৩বার শিরোপা জিতলো লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। ফরাসি লিগ ওয়ানে গত মৌসুমের রানার্সআপদের হারিয়ে সর্বশেষ ১২ বছরে ১১ বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপ চ্যাম্পিয়ন হলো পিএসজি।
২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য ৯৭৪টি রিসাইকেল করা জাহাজ কন্টেইনার দ্বারা নির্মিত অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ ম্যাচে গোলের জন্য ২৭টি সুযোগ তৈরি করেছিল পিএসজি। এর মধ্যে লক্ষ্যে শট নিয়েছিল ৯টি।
গোলশূন্য ড্রয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ২০১০ সালের পর প্রথমবারের মতো ফরাসি সুপার কাপের প্রথমার্ধে কোনও গোল হয়নি। এর আগে অলিম্পিকে মার্সেই-এর বিপক্ষে গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছিল পিএসজি।
মোনাকোর বিপক্ষে অতিরিক্ত সময়ে আর কোনও ঝুঁকি নেয়নি তারা। ৯২ মিনিটেই একমাত্র গোলটি করেন দেম্বেলে। গোলমুখের সামনে ফরাসি তারকাকে বল বাড়ান ফ্যাবিয়ান রুইজ। এরপর সহজেই জাল খুঁজে নেন দেম্বেলে।
আগের দুই ম্যাচে ন্যান্টেস ও তুলুজকে হারিয়েছিল পিএসজি। সবশেষ লিগ ওয়ানের ম্যাচে দেম্বেলের জোড়া গোলে মোনাকোর বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
চারবারের চ্যাম্পিয়ন মোনাকো সবশেষ শিরোপা জিতেছিল ২০০০ সালে। তারপর ২০১৭ ও ২০১৮ সালে রানার্সআপ হয়েছি। দুবারই তারা হেরেছিল পিএসজির কাছে।
সূত্র: ইত্তেফাক