কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ভিডিও তৈরি করা যায়। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও তৈরি করে টিকটকে পোস্ট করছেন অনেকেই। বিষয়টি অজানা নয় টিকটকের কাছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও আলাদাভাবে চেনার সুযোগ দিতে ভিডিওতে ‘এআই জেনারেটেড কনটেন্ট’ লেবেল প্রদর্শন বাধ্যতামূলক করেছে চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নতুন এ নিয়মের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনো ভিডিও তৈরি করলেই বাধ্যতামূলকভাবে ‘এআই জেনারেটেড কনটেন্ট’ লেবেল প্রদর্শন করতে হবে নির্মাতাদের। ফলে অন্য ব্যবহারকারী জানতে পারবেন ভিডিওর বিষয়বস্তু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। গুজব বা ভুল তথ্য যাতে না ছড়ায়, এ জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি। লেবেল প্রদর্শন না করলে ভিডিও মুছে ফেলা হবে। ফলে নির্মাতারা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ভিডিও টিকটকে প্রকাশ করতে পারবেন না।
টিকটকের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা ভিডিও আপলোডের সময়ই লেবেল যুক্ত করতে হবে। এ জন্য বাড়তি কষ্ট করতে হবে না নির্মাতাদের। ভিডিও আপলোডের সময় ‘মোর অপশনস’ থেকে ‘এআই জেনারেটেড কনটেন্ট’ লেবেল নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে সেটি ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে যাবে।
উল্লেখ্য, ভুল তথ্য ছড়ানো ঠেকাতে ২০২০ সালে ভুয়া বা ডিপফেক ভিডিও নিষিদ্ধ করেছে টিকটক। শুধু তা–ই নয়, বিভিন্ন সময়ে ডিপফেক ভিডিও মুছেও ফেলেছে ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটি। ‘এআই জেনারেটেড কনটেন্ট’ লেবেল প্রদর্শনের নিয়ম চালুর মাধ্যমে টিকটক ব্যবহারকারীরা সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও সম্পর্কে জানতে পারবেন। ফলে ভুল তথ্য প্রচার হবে না।
সূত্র: ম্যাশেবল