চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার (৫ মে) বৈশ্বিক এই আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাছাই পর্ব থেকে আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড নারী ক্রিকেট দল।
আবুধাবিতে বিশ্ব বাছাই আসরের ফাইনালে উঠার মধ্য দিয়ে এই দুই দল বিশ্বকাপের টিকিট পেয়েছে। স্বাগতিক আরব আমিরাতকে ১৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা।
অন্যদিকে প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে আগেই ফাইনালে উঠে ছিলো স্কটল্যান্ড। এই দুই দল নিয়ে বিশ্বকাপের ১০ দল এখন পূর্ণ হলো। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড কোন গ্রুপে পড়বে তা নিশ্চিত হবে ফাইনাল শেষ হওয়ার পর।
নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পড়বে ‘এ’ গ্রুপে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে। আর রানার্স আপ দল খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
সূত্র: ইত্তেফাক