ঢাকা লিগের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া এনামুল হক বিজয়কে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চান মাশরাফি বিন মুর্তজা।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ। ক্রিকেটের এই বড় মঞ্চে ফের এনামুল হক বিজয়কে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ঢাকা লিগের চলতি আসরে ১২ ম্যাচ দুই সেঞ্চুরি আর ৭ ফিফটির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ৮৭৮ রান করা এনামুল সম্পর্কে মাশরাফি বলেন, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ওর সেঞ্চুরি আছে, ফিফটি আছে। অবশ্যই আমি মনে করি ওকে এখনই যত্নআত্তি করা উচিত। যদি কোনো সমস্যা থাকে সমাধান করা উচিত।
২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে যান বিজয়। এরপর একাধিকবার জাতীয় দলে ফিরলেও থিতু হতে পারেনি।
জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া বিজয় প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেএসপিতে মাশরাফি বলেন, এখান থেকে সরাসরি জাতীয় দল কেন? এখান থেকেও তো আরেকটা ধাপ থাকে। এরপরও কিন্তু আরেকটা লেভেল আছে। এইচপিএ টিম। কারণ ওই লেভেলটাও তো দেখতে হবে। ওই লেভেলে গিয়ে ও কেমন করছে। সো একটা জায়গা থেকে আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত কথা যে, এখান থেকে রাডারের নিচে আসা। সেটা খুব গুরুত্বপূর্ণ। আর বিজয়ের কথা আমি এজন্যই বলব যে, বিজয়কে এখনি যত্নআত্তি করা উচিত।
মাশরাফি আরও বলেন, টার্নিং উইকেট, স্লো উইকেট যেকোনো উইকেটে সে কিন্তু ডোমিনেট করে রান করেছে দিস ইজ এক্সপেকশনাল ব্যাটিং, আপনি যেকোনো লেভেল বলেন। আমাদের ঘরোয়া ক্রিকেট লেভেল কিন্তু বিশেষ করে ডিপিএল অনেক উঁচুমানের। আমি মনে করি যে এখানে বিজয় যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে ৮০০+ রান করেছে। নিশ্চিতভাবে আমি মনে করি তাকে এখনই জাতীয় দলের আশপাশে আনা উচিত এবং তাকে নিয়ে কাজ করা উচিত।