টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার ১০দিন আগে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগারওয়ালকে হুঁশিয়ারি দিয়েছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। এছাড়া চুক্তি অমান্য করে টুইটার কিনে নেওয়া থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরও আগারওয়ালের সঙ্গে বাহাস করার সুযোগ হাতছাড়া করেননি তিনি।
টুইটারের প্রধান নির্বাহীর উদ্দেশ্যে ইলন মাস্ক বলেন, ‘আপনার আইনজীবীরা আমার ও আপনার মধ্যকার আলাপ-আলোচনা নিয়েও সংকট তৈরি করার চেষ্টা করছেন।’
টুইটারে ইলন মাস্ক কীভাবে বিনিয়োগ করতে চান তা জানতে চেয়ে পাঠানো চিঠির জবাবে আগারওয়ালের উদ্দেশে এমনটি জানান তিনি। গত ২৮ জুনের চিঠির জবাবে এমনটি টুইট করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রে গত ১২ জুলাই চুক্তি অমান্য করে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়া থেকে সরে আসায় ইলন মাস্কের নামে মামলা করে টুইটার কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলোয়্যার কোর্ট অফ চ্যান্সারিতে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের পক্ষে মামলাটি করা হয়। মামলায় বলা হয়, চুক্তির শর্ত অমান্য করায় টেসলা ও স্পেসএক্সের মালিক মাস্কের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।