ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে জলবায়ু ধর্মঘট পালন করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে ফুলগাজী উপজেলার ঘনিয়ামোড়ায় এ ধর্মঘট আয়োজন করে সংগঠনটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন- ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ফেনী জেলা শাখার সমন্বয়ক এসজেড অপু, সহ-সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম জিপাত, জলবায়ু যোদ্ধা আশরাফ উদ্দিন, জাহিদ হাসান, নির্মল দেব নাথসহ ইয়ুথনেট ফেনী জেলার সদস্যরা ও এলাকাবাসী।
এসজেড অপু বলেন, ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীরক্ষা বাঁধের একটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে উপজেলার জয়পুর, কিছমত ঘনিয়া, পূর্ব ঘনিয়া মোড়া ও পশ্চিম ঘনিয়া মোড়া এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। ভারত থেকে উৎপন্ন মুহুরী নদীতে বাঁধ দেওয়া হয় এক যুগ আগে। এখন সেই বাঁধই ফুলগাজী, পরশুরামবাসীর কান্নার কারণ প্রতিবছর ভাঙার ফলে। তাই আমিসহ ইয়ুথনেট ও এলাকাবাসীর দাবি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে সবার কষ্ট দূর করতে হবে।
এ সময় স্থায়ী বাঁধ প্রতি বছর ভাঙন রোধ, ফসলি জমি নষ্ট, মৎস্য ঘের তলিয়ে যাওয়া, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কসহ সব সড়কের ক্ষতিরোধের দাবি জানানো হয়।