প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমেই স্টোরি ফিচারটি যুক্ত হচ্ছে। কারো সঙ্গে আলোচনার উপলক্ষ গড়ার জন্য স্টোরি ফিচারটি কাজের। সম্ভবত সেকথা ভেবেই টেলিগ্রামেও স্টোরি ফিচার চালু হতে চলেছে। টেলিগ্রামের সিইও পাভেল দুরভ অন্তত একথাই জানিয়েছেন।
পাভেল দুরভ জানান, ‘প্রথমে আমরা স্টোরি ফিচার যুক্ত করার বিরুদ্ধে ছিলাম। কিন্তু টেলিগ্রাম ব্যবহারকারীরাই বহুদিন ধরে এই ফিচারের দাবি জানিয়ে আসছে। আমরা চাইনি কারণ স্টোরি ফিচার অন্য সবখানেই আছে। টেলিগ্রাম তো টেলিগ্রাম হতো না যদি ব্যবহারকারীদের দাবি পূরণ করতে না পারতো।’
অর্থাৎ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তারা নতুন ফিচারটি চালু করছে। নতুন এই ফিচার সম্পর্কে আরও তথ্য দিয়েছেন তিনি। এখন আরও নিখুঁতভাবে কারা কারা স্টোরি দেখতে পারবে তা নির্ধারণ করা যাবে। আর স্টোরি একটা বাড়তি অংশে দেওয়া হবে। ফলে টেলিগ্রামে কোনো বাড়তি জায়গা দখল না করেও স্বাভাবিকভাবে স্টোরি দেখা যাবে। এমনকি হিডেন লিস্টে স্টোরি নিয়ে গেলে কোনো কন্টাক্ট যাতে স্টোরি দেখতে না পারে তাও নিশ্চিত করা যাবে।
টেলিগ্রামের স্টোরিতে অনেকগুলো সুবিধা থাকবে। ভিডিও বা ছবি পোস্ট করা যাবে। সেগুলোতে ক্যাপশন দেয়া যাবে৷ সবচেয়ে মজার বিষয় এসব স্টোরি কতদিন নাগাদ দেখা যাবে তাও ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন। ১২, ২৪, ৪৮ ঘণ্টা এভাবে সময় সেট করা যাবে। টেলিগ্রামের স্টোরি সেভ করে রাখা যাবে। পাভেল দুরভের মতে, ‘টেলিগ্রাম স্টোরিজ যখন প্রোফাইলে সেট করে রাখতে পারবেন তখন আপনার প্রোফাইল আরও বর্ণিল ও সুন্দর হবে। ফলে পরিচিত কন্টাক্টের বাইরেও আপনি আরও এক্সপ্লোর করতে পারবেন।’
সূত্র: লাইভমিন্ট