ব্যতিক্রম ধর্মী আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এন টিভির ২১ তম জন্মদিন পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঐতিহ্যবাহী গাংনী এতিমখানা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় এনটিভি পরিবারের পক্ষ থেকে এতিমখানার ৫ জন শিশুকে কোরআন শরিফ তুলে দেওয়া হয়।
৩৯এনটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রেজওয়ানুল বাশার তাপস আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কাননের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, মেহেরপুর-২ আসনের সাংসদ পত্নি লাইলা আরজুমান বানু, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ-দৌলা রেজা, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আবু নাছের চৌধুরী সম্রাট, কালবেলার মেহেরপুর জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফি, বাংলাটিভির জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, নিউজ বাংলার জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু, নাগরিক টিভির জেলা প্রতিনিধি রাব্বী আহম্মেদ, প্রেসহাউজের এ্যাডমিন এ সিদ্দিকী শাহীন, সাংবাদিক খোকন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশনে এনটিভির বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশের টেলিভিশন জগতে এনটিভি একটা বিশেষ স্থান অর্জন করেছে, তাদের সংবাদের মান অনুষ্ঠানের পরিকল্পনা সাধারণ জনগণের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছে। তারা এনটিভির আগামী দিনের শুভেচ্ছা কামনা করেন।
দোয়া মোনাজাত শেষে এতিমখানার শিশু ও অতিথিবৃন্দ এক সাথে বসে দুপুরের খাবার খান।