বরিশালে বিপিএল জয়ের ট্রফি উদযাপন অনুষ্ঠান রীতিমতো বিশৃঙ্খলার কবলে পড়ে মাঝপথেই বন্ধ হয়ে গেছে। ফরচুন বরিশালের ক্রিকেটাররা মঞ্চে উঠলেও মাত্র ২-৩ মিনিটের মধ্যেই তাদের নেমে যেতে হয় নিরাপত্তাজনিত কারণে। হতাশ সমর্থকরা মঞ্চের চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
তবে বরিশালের মানুষের উচ্ছ্বাসে মুগ্ধ তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল, সবার সঙ্গে সময় কাটানোর। কিন্তু নিরাপত্তাজনিত কারণেই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি।’
ট্রফি উদযাপন ভেস্তে যাওয়ায় তামিমের দুঃখ প্রকাশ
বরিশালে চেয়ার ছোড়াছুড়িতে পণ্ড বিপিএল ট্রফি উৎসব, আহত ৫০
তিনি আরও বলেন, ‘বাস যখন মাঠে ঢুকছিল, তখন মানুষ বাসের ওপর পর্যন্ত উঠে যাচ্ছিল। নিরাপত্তা বাহিনী আমাদের ফিরে যেতে বললেও আমরা সেটা করতে পারিনি। কারণ, আপনারা আমাদের জন্য এত কষ্ট করে উপস্থিত ছিলেন।’
বরিশালের সমর্থকদের এগিয়ে রেখে তামিম বলেন, ‘দেশ-বিদেশের অনেক দলে খেলেছি, কিন্তু ফরচুন বরিশালের মতো ফ্যানবেজ কোথাও দেখিনি। আজকের দিনটা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’
উদযাপন অনুষ্ঠান পণ্ড হলেও বরিশালের মানুষের ভালোবাসা তামিম এবং তার দলের জন্য রয়ে গেছে বড় প্রাপ্তি।
সূত্র: কালবেলা