ভারতের তামিলনাডুতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক থেকে কন্টেইনার খসে পড়ে একটি যাত্রীবাহী বাসে আঘাত করলে ১৯ জন নিহত হয়েছেন।
কোইমবাতোর এলাকায় এই দুর্ঘটনায় এছাড়াও ২৩ জন আহত হন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।- খবর এনডিটিভির
রাজ্য পরিবহনমন্ত্রী এক সাসেন্দ্রান বলেন, কেরালা সরকারপরিচালিত ভলভো বাসটিতে পঞ্চাশজনের আসন ছিল। যাত্রীরা কর্নাটকের ব্যাঙ্গালুরু থেকে ইরনাকুলামে যাচ্ছিলেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সাদা বাসটির ডানপাশটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চালকের বসার জায়গাও বিধ্বস্ত। একপাশে কাত হয়ে পড়ে আছে বাসটি।
প্রতিবেদকরা বলছেন, বেপরোয়া গতির ট্রাকটির টায়ারে বিস্ফোরণ ঘটলে সেটি থেকে কন্টেইনার আলাদা হয়ে সড়কে পড়ে যায়। বাসের সঙ্গে ধাক্কা খাওয়ার আগে সেটি রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল।
বিধ্বস্ত বাসের ভেতরে আটকাপড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
সুত্র-যুগান্তর
মেপ্র/আরজেএম