জোর করে সিঙ্গাপুর পাঠানোর জন্য পারিবারিক চাপ ছিলো লিমনের উপর। তাকে বাধ্য করিয়েছিল প্রশিক্ষণ যাওয়ার জন্য। গত ৫ দিন আগে ঢাকা থেকে ট্রেনিং শেষ করে বাড়িতে এসেছে লিমন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলাই রশি পেঁচিয়ে লিমন হােসেন আত্মহত্যা করেন। লিমন গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আরশেদ আলী ছেলে।
স্থানীয়রা জানান, লিমন গ্রামের এক মেয়ের প্রেমে আসক্ত হয়ে পড়াই সে সিঙ্গাপুরে যেতে আগ্রহী ছিলোনা। তারপরেও পরিবারের চাপে সে দিশেহারা ছিলো। চাপ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেবলে ধারণা করছেন তারা।
লিমনের বাবা আরশেদ আলী বলেন, লিমন সকালে পরিবারের লোকজনের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর ঘরের আড়ার সাথে মরদেহ ঝুলতে দেখা যায়।
সিঙ্গাপুরের যাওয়ার জন্য লিমন গত ৫ দিন আগে ঢাকা থেকে ট্রেনিং শেষ করে বাড়িতে আসে। কি কারণে আত্মহত্যা করেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।