ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মেহেরপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর মহিলা কলেজ রোডের সেভেন সেন্স রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএমএ ও ড্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ওবাইদুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএমএ মেহেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম এ সালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আমানুল্লাহ, ডাঃ মোঃ সফিকুল ইসলাম, ডাঃ এ এস এম হাসান আলী মাসুম, ডাঃ মোঃ মাহফুজ্জামান রতন, ডাঃ মোঃ খায়রুজ্জামান পিনু, ডাঃ মোঃ কাজল আলী ও ডাঃ মোঃ আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে ড্যাব ও বিএমএ নেতৃবৃন্দসহ জেলার চিকিৎসকরা উপস্থিত ছিলেন।