ডাক দিয়েছে অতীত আমায়
ডাক দিয়েছে স্মৃতি,
ডাক দিয়েছে কিশোরবেলার
ভালোবাসার প্রীতি।
ডাক দিয়েছে স্বদেশ আমায়
ডাক দিয়েছে মাটি,
ডাক দিয়েছে নদ-নদী আর
ভালোবাসার ঘাঁটি।
ডাক দিয়েছে স্বজন আমায়
ডাক দিয়েছে নাড়ি,
ডাক দিয়েছে দেশ প্রকৃতির
ভালোবাসার বাড়ি।
ডাক দিয়েছে ফসল আমায়
ডাক দিয়েছে পাখি,
ডাক দিয়েছে লাল সবুজের
ভালোবাসার আঁখি।