আইপিএল নিলামে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দিয়ে ৩৩ বছর বয়সী অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এদিকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে কেকেআরের মালিক ও বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমা।
সিনেমাটি মুক্তির আগে এক্স-এ (সাবেক টুইটার) আস্ক এসআরকে সেশনে অংশ নেন কিং খান। সেখানে একজন ভক্তের প্রশ্নে শাহরুখ খানের উত্তর দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
আস্ক এসআরকে সেশনে একজন ভক্ত প্রশ্ন করেন, ‘ডানকির প্রথম দিনের সংগ্রহ এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের নিলামের মূল্যের পার্থক্য কত?’
জবাবে শাহরুখ লিখেন, ‘এই দুটোর মধ্যে তুলনাই হয় না। ডানকি থেকে আমার কাছে যে টাকা আসবে সেটা মিচেল স্টার্ক নিয়ে নেবে।’
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ডানকি’র প্রথম শো হয়েছিল নিউজিল্যান্ডে। এরপর বৃহস্পতিবার কাক ডাকা ভোরেই ভারতের বিভিন্ন প্রদেশে মহাধুমধামের সঙ্গে মুক্তি পায় সিনেমাটি।
ভারতে বৃহস্পতিবার সকাল ৬টায় যারা ‘ডানকি’র প্রথম শো দেখেছেন, তারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন। তবে অনেকে বলেছেন শাহরুখ-তাপসীর কেমেস্ট্রি পর্দায় সেভাবে জমেনি।
সূত্র: ইত্তেফাক