কিছুদিন আগেই পর্দায় এসেছে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’। বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়িয়েছে দর্শক-সমালোচকদের। যার রেশ এখনও চলমান রয়েছে।
সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ। চরিত্রটি রূপায়নে প্রায় ৩ বছর আটকে ছিলেন সিনেমাটির ইউনিটে। তবে মুক্তির পর দর্শকদের প্রশংসায় সেই কষ্ট লাঘব হয়েছে এই অভিনেতার। তাই হয়তো তিনি বারবার বলছিলেন, এমন সিনেমা করার পর আর কোনো কাজ না করলেও আক্ষেপ থাকবে না তার। তবে সেই সাফল্যের রেশ শেষ হতে না হতেই নতুন কাজে মন বাসাতে যাচ্ছেন আরিফিন শুভ।
সম্প্রতি ‘নীলচক্র’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে জানান শুভ। তবে এবারও কাজ শেষ না করে এ নিয়ে বিস্তারিত কথা বলতে নারাজ এই অভিনেতা।
আরিফিন শুভ বলেন, ‘নীলচক্রে দর্শকরা সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। বলতে পারেন, ডার্ক প্যাটার্নের গল্পে যুক্ত হয়েছি। তবে প্যাটার্ন ডার্ক হলেও, সঙ্গে আরও কিছু আছে।’
উল্লেখ্য, এরইমধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ হয়েছে, যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশেল দেখা গেছে। সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি প্রমুখ।