চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটার সময় এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মোঃ তারিক হোসেন মোঃ জাকির হোসেন ও মোঃ ফিরোজ হোসেন।
এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সকলকে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন ও বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হবার এবং সরকারের সকল প্রকার বিধি নিষেধ মেনে চলার জন্য আহ্বান জানান। এসময় মাক্স না পরা স্বাস্থ্যবিধি না মানা এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির হবার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় আট জনকে সর্বমোট বারো হাজার পাচঁশত টাকা অর্থদন্ড প্রদান করে এবং তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ আনসার ভিডিপি একটি চৌকস দল। জনস্বার্থে এই অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।