সাধারণত ডিম খেয়ে আমরা খোসা সঙ্গে সঙ্গে ফেলে দেই। এই খোসা দিয়ে অনেকে গাছের জন্য সারও তৈরি করে থাকেন। তবে ঘর সাজানোর জন্য ডিমের খোসা হতে পারে একটি চমৎকার উপকরণ সে বিষয়ে অনেকের ধারণা নেই।
টিউলিপ সুন্দর একটি ফুল। সবসময়ে ফুল কিনে ঘর সাজানো হয়ে ওঠে না। তবে অল্প সময়ে ঘর সাজাতে চাইলে ডিমের খোসা দিয়েও বানাতে পারেন টিউলিপ।
যা যা লাগবে
ডিমের আস্ত খোসা (যে কয়টি ফুল আপনি বানাতে চান)
কাগজ
আঠা/হট গ্লু
স্প্রে পেইন্ট
এক্রেলিক বা ফেব্রিক কালার
কেঁচি
যেভাবে বানাবেন
ডিম ভাঙার যময় যেকোনো এক মাথা ফুটো করে ডিম বের করে নিয়ে খোসাগুলোকে পরিষ্কার করে খোসার ওপরে ও ভেতরে পছন্দমতো রঙ করুন।
ফুলের ডাঁটি তৈরি করার জন্য চিকন ও লম্বা করে কাগজ কেটে রোল করে নিন। কেটে নেওয়া কাগজ রোল করে ডাঁটি বানান। একটি মাথায় কেঁচি দিয়ে লম্বাভাবে খানিকটা কেটে নিন, নির্দিষ্ট দূরত্বে রেখে কাগজের সরু অংশটুকু ৫/৬ টুকরো করে ছড়িয়ে নিয়ে বাইরের দিক দিয়ে একটু চাপ দিন। এর ফলে মাথাটি অনেকটা ফুলের মত লাগবে।
কয়েকটি সবুজ কাগজ পাতার শেইপে লম্বা করে কেটে নিন। ডিমের খোসাটিকে কাগজের রোলের ফুলের মতো মাথাটিতে আঠা দিয়ে লাগিয়ে নিন। এতে রোলের পছন্দমতো স্থানে পাতাগুলো লাগিয়ে ডিমের খোসার টিউলিপ ফুলগুলো সুন্দর করে সাজিয়ে ফেলুন ফুলদানিতে।