ডোপিং আইনভঙ্গের দায়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলাকে। অধিকতর তদন্ত চলমান অবস্থায় লঙ্কান এই ক্রিকেটার কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এসএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ লঙ্কান প্রিমিয়ার লিগের সময় শ্রীলঙ্কা অ্যান্টিডোপিং এজেন্সি (এসএলএডিএ) ডোপিং পরীক্ষা চালিয়েছিল। এই উদ্যোগ নেওয়া হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা এবং ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সির নীতিমালা অনুসারে, যা ক্রিকেটকে নিষিদ্ধ বস্তুমুক্ত নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
ডিকভেলা এলপিএলে গল মারভেলসের অধিনায়ক ছিলেন। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ডিকভেলা শ্রীলঙ্কার হয়ে ৫৪ টেস্ট, ৫৫ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টিতে খেলেছেন।
সূত্র: ইত্তেফাক