ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হল শাখা এলামনাই এসোসিয়েশনের ৪৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ২০২৩-২০২৫ পর্যন্ত। পরিষদের প্রধান পৃষ্টপোষক সাউথ ইষ্ট ব্যাংক লি: এর চেয়ারম্যান আলমগীর কবির।
কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তফা কামাল সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আনিসা গ্রুপ ও রাজধানী টিভির চেয়ারম্যান এমএএস ইমন।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সাবেক সচিব ও রাষ্ট্রদূত সাহাব উল্লাহ, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে কুঞ্জ ডেভেলপারস লি: এর প্রোপাইটার নাছির উদ্দীন মাহমুদ, সাবেক সচিব কেএম মোজাম্মেল হক মুকুল, সাবেক ছাত্র বিষয়ক উপদেষ্টা আবুল কাশেম চৌধুরী, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আশরাফুল হক (জজ)।
যুগ্ম মহাসিচব-১, নির্বাচিত হয়েছেন, সেইফ এক্সপ্রেস এর প্রোপাইটর আরিফুজ্জামান ছইফ, যুগ্ম মহাসচিব-২ নির্বাচিত হয়েছেন, ব্যবসায়ী মো: আতাউর রহমান, কোষাধ্যক্ষ নির্বাটিত হয়েছেন, কর পরিদর্শন পরিদপ্তর এর মহাপরিচালক আহসান হাবিব (রিপন), দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন এডিশনাল ডিআইজি (সিআইডি) এসএম আশরাফুজ্জামান, শিক্ষা ও সমাজ সেবা সম্পাদক বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো: জহুরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মমতাজুল করিম রুবেল, তথ্য ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন উপসচিব জেলা প্রশাসক গাজীপুর আবুল ফাতে মোহাম্মাদ সফিকুল ইসলাম।
নির্বাহী সদস্যরা হলেন, ব্যাংকার কায়েস সামি, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আবুল কাসেম, সাবেক সিনিয়র সচিব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মো: ইউনুসুর রহমান, প্রোপাইটার এআইএম এসোসিয়েটস, মিজানুর রহমান মেসবাহ, বিসিআইসি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেখ রাফেজ আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রাকাবের সাবেক জিএম আব্দুল হালিম কাফি, নিউএইজ এর অ্যাডভাইজার ফকির আবুল কালাম আজাদ, তাফা ট্রাভেলস কন্সালটেন্ট এর প্রোপাইটার একেএম বারী, ইউনিভার্স ওভারসিজ লিমিটেডের সিইও আখতার হোসেন চৌধুরী, প্যান প্যাসিফিক সোনার গাও হোটেল ঢাকা সাবেক ডিরেক্টর অব সেল্স আবুল কালাম, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, কাষ্টমস এর সাবেক সহকারি কমিশনার মো: নিজামুল হক বাহাদুর, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মঞ্জুর কাদের খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মশিউর রহমান, বাটন টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজাদ খান নান্টু, ব্যবসায়ী ইকবাল হোসেন রাজু, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক যুগ্ম সচিব মো: আমিনুল ইসলাম, জনতা ব্যংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল জব্বার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইস্তেকমাল হোসেন দিপু, ব্যবসায়ী আব্দুল আলীম, বাংলাদেশ পুলিশের (এপিবিএন) ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, গুলশান জোনের উপপুলিশ কমিশনার মো: শহীদুল্লাহ, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক খাইরুল ইসলাম জীবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর শেখ রেজউল ইসলাম, যুগ্ম সচিব ড. মো: ফেরদৌস আলম, অগ্রনী ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার মো: আশাদুর রহমান (আসাদ), ঢাবি’র অধ্যাপক রফিক শাহরিয়ার, প্রধান মন্ত্রির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন, আইনজীবী মো: হানিফ ও যমুনা ব্যাংকের কর্মকর্তা নাসিম আলম খান (পনির)।