বাংলা আমার মাতৃভাষা
বুক ভরা তাই গর্ব,
উর্দুভাষা চাপিয়ে জিন্নাহ
বাংলা করবে খর্ব!
জানতে পেরে ছাত্রসমাজ
কার্ফু করল চূর্ণ।
পাকশাসকের মনের আশা
হলো না আর পূর্ণ।
রফিক, শফিক, সালাম, জব্বার
বরকত ভাইয়ের রক্ত,
তাঁদের প্রাণের বিনিময়ে
বাংলা হলো শক্ত।
প্রভুর নিকট করে দোয়া
দেখাই তাঁদের যত্ন,
বিশ্বজুড়ে বাংলা ভাষা
নয় কি তাঁরা রত্ন?