টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হল মেহেরপুরবাসী। মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫টায় মেহেরপুরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে শীতল হাওয়ায় স্বস্তি মিলেছে। এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরল মেহেরপুর জেলাবাসী।
এসময় সড়কে সাধারণ মানুষদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তারা ভিজতে শুরু করেছে। ভিজতে শুরু করেছে ধুলোয় জমা সড়ক। যদিও মোখাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই বৃষ্টি হবে বলে জানাচ্ছিল আবহাওয়া অধিদপ্তর।
মেহেরপুর শহরের হালদারপাড়া এলাকার চাকুরীজীবি নাইম রহমান বলেন, টানা গরমে জীবন ছিল ওষ্ঠাগত। টানা গরমের পর বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। এতেই অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
উল্লেখ্য, মে মাসের শুরু থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। বৃষ্টি না থাকায় তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। তাপপ্রবাহের মাত্রাও মৃদু থেকে তীব্র হয়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো মেহেরপুর জুড়ে আজ রাতে বৃষ্টি হতে পারে।