জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের ছোটভাই আকবর খান আর নেই।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও জাতীয় দলের সাবেক তারকা নাফিস ইকবালের চাচা আকবর খান। ক্রীড়া অনুরাগী পরিবারের সন্তান আকবর খান একসময় ক্রিকেট খেলতেন।
তামিমের ক্রিকেট জীবনের প্রথম কোচ ছিলেন আকবর খান। সে কথা জানিয়ে প্রিয় চাচাকে হারানোর বেদনায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তামিম।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন— ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তার কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তার তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই। মহান আল্লাহতায়ালা উনাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
বুধবার রাত ৩টায় ইন্তেকাল করেন আকবর খান। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
বৃহস্পতিবার সকালে আকবর খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আকবর খান। আজ বাদ আসর চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আকবর খানের জানাজা অনুষ্ঠিত হবে।