দীপ্তি ছড়ানো আলোয় ঝলমলে
আঁধারে তুমি দীপান্বিতা,
দিওয়ালী রজনীতে উদ্ভাসিত
অন্তর জুড়ে তুমিই পূজিতা।
প্রণয় বিভা সমুজ্জ্বল তুমি
নিকষ আঁধারেরও জ্যোতি
সুভাষিণীর সুললিত প্রসঙ্গ
স্নেহময়ী আর রুপবতী।
পূর্ণিমা জ্যোৎস্না লুটোয় এসে
তাঁর সোনাঝরা পায়ে,
জাগতিক আঁধার কাটিয়ে দেবো
তটিনীর উন্মুক্ত নায়ে।