মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরানের উপর হামলাকরিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে মানব বন্ধন করেছে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ। বৃহস্পিতবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে শতশত শিক্ষার্থরা মানব বন্ধন করে। মানব বন্ধনে বক্তব্য দেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি কুদরত-ই খোদা রুবেল, দুলাল মাহমুদ, ছাত্রলীগ নেতা আবু মোরশেদ শোভন সরকার। এসময় বক্তারা বলেন, আশিকের নেতৃত্বে ছাত্রলীগ নেতা তুষারের উপর হামলা চালানো হয়। এ ঘটনা তিন দিন পার হয়ে গেলেও কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আশিক মুজবনগর ডিগ্রী কলেজের শিক্ষার্থী। তার বিরুদ্ধে মাদক মামলাসহ ইভটিজিং ও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। কিন্তু এখনো কলেজ কতৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এ ছাড়াও বক্তারা বলেন, যতদিন পর্যন্ত ন্যায় বিচার না হবে ততদিন আমরা অন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে এর চাইতেও কঠোর কর্মসূচির ঘোষনা দেওয়া হবে। আশিকরে বিরুদ্ধে অভিযোগ করে বক্তারা বলেন, কিছু দিন আগেও মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজে কয়েকটা মেয়েকে সে উত্যক্ত করে। এ জন্য কলেজ প্রিন্সিপালের কাছে অভিযোগ দেয় মেয়েরা কিন্তু তাতে কোন লাভ হয়নি। এ জন্য প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন ছাত্রলীগ নেতারা। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের ছাত্রলীগ নেতাকর্মিরা ও সাধারণ শিক্ষর্থীরা।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টম্বর মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ গেটে মুজিবনগর কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক ও বর্তশান মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরানের উপর হামলা চালানো হয়। পরে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।