শীতে ত্বকের পরিচর্যা থেকে শুরু করে উষ্ণতা পেতে এক চামচ মধুর জুড়ি মেলা ভার। তবে এই কাঠ ফাটা গরমেও কিন্তু মধুকে অবহেলা করবেন না। ত্বকের রক্ষ ভাব দূর করে জেল্লা ফেরাতে মধু ভীষণ উপকারী। ত্বকের যত্নে মধুর যত উপকার:
.মধু ত্বক জীবাণুমুক্ত রাখে। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। এতে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বক সতেজ ও আর্দ্র রাখে।
.মধুতে থাকা প্রোবায়োটিক ও অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকে পুষ্টি জোগায়। যা ত্বক মসৃণ ও টানটান রাখে। এতে দাগছোপ কম পড়ে। ফলে ত্বকে বার্ধক্য আসে দেরিতে।
.ত্বক যত্নে রাখার জন্য নিয়মিত মৃত কোষ তুলে ফেলা দরকার। মধু এই কাজে বেশ কার্যকর। তাই মুখে কিছুক্ষণ মধু মেখে রেখে তার পর ধুয়ে ফেললে ত্বকের জেল্লা ফিরে আসে। এজন্যই মুখের কোনও মাস্ক তৈরি করলে অল্প মধু দিয়ে দেওয়া হয়।
সূত্র: ইত্তেফাক