হিন্দি ছবির অন্যতম দুই জনপ্রিয় এবং আইকনিক ছবি ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্না ভাই’-এর সিক্যুয়েল আসতে চলেছে। ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া এমনই এক সুখবর দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিধু বিনোদ চোপড়া তার একটি ডকুমেন্টারি ছবির প্রচারে এসে এই দুই ছবির সিক্যুয়েল নিয়ে কথা বলেন। তিনি এদিন কথা প্রসঙ্গে জানান, ‘আমি ‘টু ইডিয়টস’ এবং ‘মুন্নাভাই থ্রি’, দুটো ছবিই লিখছি। আর তাছাড়া আমি চেষ্টা করছি যাতে বাচ্চাদের জন্য একটা ছবি বানানো যায়। যদিও এখনও সেই ছবির নাম ঠিক করা হয়নি। এছাড়া আমি একটা হরর কমেডি লিখছি, সেটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে।’
বিনোদ আরও বলেন, ‘প্রথমে আমরা ১ থেকে ২ বছর ধরে লিখব, তারপর সেটা থেকে ছবি বানানো হবে। আশা করি ‘টু ইডিয়টস এবং মুন্নাভাই থ্রি শীঘ্রই আসবে।’
উল্লেখ্য, ‘থ্রি ইডিয়টস’ এবং মুন্নাভাই ফ্র্যাঞ্চাইজির দুটি ছবি অর্থাৎ ‘লাগে রাহো মুন্নাভাই’ এবং ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবি তিনটিই রাজকুমার হিরানি পরিচালনা করেছেন এবং প্রযোজক ছিলেন বিধু বিনোদ চোপড়া। মুন্নাভাই হিসেবে সঞ্জয় দত্তকে দেখা গিয়েছিল, অন্যদিকে থ্রি ইডিয়টস ছবিটিতে আমির খান, আর মাধবন এবং শর্মন যোশী ছিলেন। উক্ত এই তিনটি ছবি শুধু বক্স অফিসে দারুণভাবে সফল, এমনও নয়; এই তিন ভারতীয় ছবি সারা বিশ্বে আইকনিক ছবি হিসেবেও পরিচিতি।
বলা বাহুল্য, নতুন সিক্যুয়েলের এই তথ্য দর্শকদের কাছে দারুণ একটি খবর। কারণ, বহুদিনের জল্পনা-কল্পনা চলার পর এবার স্বয়ং ছবির প্রযোজক সিলমোহর দিলেন। সে থেকে দর্শকদের আশা-আগ্রহও এখন তুঙ্গে।
সূত্র: ইত্তেফাক