ওলট-পালোট সকল ছবি, যায় না ধরে রাখা,
দমকা হাওয়ায় উড়ছে সবই-তাই যে ঝুলি ফাঁকা।।
ঝড়ো হাওয়ায় পড়লো ঝরে, আমের মুকুল সব,
বাঁশ বাগানের পাখীগুলো-করছে কলরব।।
গোয়াল ঘরের গরু উড়ে-পুকুরে উড়ে মাছ,
বসত বাড়ীর চাল উড়ে, রাস্তায় উড়ে গাছ।।
গো খাদ্য উড়ে এখন-দোকান দারের ঘরে,
গোয়াল ঘরের চাড়ি উড়ে-মাছ ধরা পুকুরে।।
ফাঁকা বুলিতে নেতা উড়ে, নকলে উড়ে পড়া,
জ্ঞান পাপীরা অফিসে উড়ে-কাজের কর্ম সারা।
পাখীর পালক খসে পড়ে-তেলের গজায় পাখা,
ফটকা বাজ আকাশে উড়ে, যায় না ধরে রাখা।
বাজার উড়ে, শিক্ষা উড়ে, দেশ উড়ে লু-হাওয়ায়,
থামে না সব ভেঙে পড়ে, দুষ্ট দমকা হাওয়ায়।।