মনের বাতায়ন আটকে রেখেছি
স্বচ্ছ কাঁচের দুয়ার টেনে,
সেখান দিয়ে স্মৃতিরা যেন
অনায়াসে আসতে না পারে ফিরে।
কাঁচের বিপরীতে আলোর মতো
করে যায় স্মৃতিরা খেলা বেলা অবেলায়,
যতই দূরে সরে যাই ছায়া হয়ে
কায়ায় লেপটে থাকে মায়ায়।
স্মৃতিরা ঢুকে পড়ে রোদের মতো
সকালের অপ্রত্যাশিত ঝলক হয়ে,
পায়রার পালক যেন ছোঁয়া দিয়ে যায়
দরদী দীর্ঘশ্বাস জুড়ে নির্ঘুম রাতের কাব্য কুড়ায়ে।
মনের কার্নিশে লুটোপুটি খায় অব্যক্ত কথা
আনাদরে পড়ে থাকে রোদের মতো,
হৃদয়ের ঘরে অসংখ্য পরগাছা জন্ম নিয়েছে
বহুকাল যত্ন নেওয়া হয় না বলে স্যাতস্যাতে ক্ষত।