দরিদ্রতা আকাশের মতো-
চাঁদ তারা গ্রহ আর গ্রহাণুপুঞ্জে ভরপুর!
দারিদ্র জীবন’কে করে ক্ষত-
যেথায় লেগেই থাকে উল্কাশনি অবিরত!
জীবন হাঁকে বহুদূর।
দরিদ্রতা ডানাহীন পাখি-
আকাশের পানে থাকবে তাকিয়ে না পারবে উড়তে!
নেত্র উঠবে ফুলে-ভিজবে আঁখি!
ভূমি থেকে করবে শুধু অচেনাকে ডাকাডাকি-
পারবে নাকো ডানা ঝোড়তে।
দরিদ্রতা পাষাণের মতো-
সব কিছুকেই করে নির্বিঘ্নে আলতো আঘাত!
জীবন’কে করে ক্ষতবিক্ষত!
দারিদ্রতা আকাশের মতো! দারিদ্রের সাকি-
দরিদ্রতা ডানাহীন এক পাখি।