দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার মৃল হোতা আকন্দবাড়িয়ার জনিসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
জানায়ায় গতকাল মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় বিভিন্ন গ্রামে। এ সময় দর্শনা থানার অফিসার ও ফোর্সসহ থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে।
এসময় বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত আসামী পরাণপুর গ্রামে সন্ধা সাড়ে ৭ টার দিকে পরান গ্রামের পুকুরের পাশে বসে গল্প করার সময় পুলিশ তাদের ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো মিজানুর রহমানের ছেলে আব্দুলাহ ওরফে টুইজ (২২), জয়নাল আবেদীনের ছেলে ফিরোজ (১৮), গোলাম মিয়ার ছেলে সাইদুর রহমান সাঈদ (২৫), আবু বক্করের ছেলে মোঃ সেলিম হোসেন (৪২), আকুন্দবাড়ীয়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ইন্তাদুল (৩৫), শান্তি পাড়ার পর্বত মিয়ার ছেলে মোহন (২৫) ও আকন্দবাড়ীয়া গ্রামের আঃ রহমানের ছেলে চিহুত চোর ও আলোচিত মাদক ব্যাবসায়ী মাহাবুবুর রহমান জনি (৩৫) কে গ্রেফতার করে।
পরে গ্রেফতারকৃতদের কে চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।