চুয়াডাঙ্গার দর্শনায় ব্যুরো বাংলাদেশ এনজিও অফিসে দিনে সকালে মাথায় অস্ত্র ও বোমা রেখে ডাকাতির চেষ্টা করেছে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল।
আজ বুধবার (৯অক্টোবর ) সকাল পৌনে ১১ টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড মাস্টার পাড়া ব্যুরো বাংলাদেশ এনজিও অফিসে এ ডাকাতি ও চাঁদাদবির ঘটনা ঘটে।
ঘটনার বর্ননা সুত্রে জানাযায়, দর্শনা বাস স্ট্যান্ড মাস্টারপাড়ার ফজলু ড্রাইভারের বাড়ি ৮ বছর আগে ব্যুরো বাংলাদেশ এনজিও অফিস ভাড়া নেয়। এ অফিসে ২ মাস আগে বদলী হয়ে আসে হিসাব রক্ষক ফেরদৌস আলম। আজ বুধবার ৭/৮ জনের অস্ত্রধারী ডাকাত দল ভিতরে প্রবেশ করে। ডাকাতদল ভিতরে প্রেবেশ করে অফিসের হিসাব রক্ষক ফেরদৌস আলমকে চেয়ারে বসতে বলে। এ সময় অস্ত্রধারী একজন ফেরদৌসের সামনের চেয়ারে বসে। এ সময় গেন্জি প্যান্ট ও হেলমেট পরা যুবক মুখে মাক্স পরা অবস্থায় তার বুকে ও মাথায় অস্ত্র ঠেকিয়ে বলে যা কিছু আছে দিয়ে দে। পরে হিসাব রক্ষক ফেরদৌস ভয়ে ভিতু হয়ে বলে আমার কাছে বর্তমান কোন টাকা পয়সা নাই।সে সময় হিসাব রক্ষক ফেরদৌসের সাথে বাকবিতণ্ড হলে এক পর্যায়ে তাকে দরজার সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
সে সময় অস্ত্রধারী বলে তোর অফিসের টেবিলের নিচে টাইম বোমা রেখে গেলাম। টাকা না দিলে তোকে হত্যা করা হবে।পরে অস্ত্রধারী যুবক অফিসের দরজার বাইরে থেকে সিটকিনি দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে অফিসের ভিতর হিসাব রক্ষক চিৎকার করলে কাজের বোয়া সিটকিনি খুলে দেয়। হিসাব রক্ষক ফেরদৌস বের হয়ে আশেপাশের লোকজনকে খবর দিলে ঐ এলাকায় হইচই পড়ে যায়। সাথে সাথে দর্শনা থানা পুলিকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর। ঘটনাস্থলে এসে দেখে ব্যুরো বাংলাদেশ এনজিও অফিসের টেবিলের নিচে টাইম বোমাটি রেখে যাওয়া বোমাটি দেখতে পায়। পুলিশ সাথে সাথে ঐই বাড়ির লোকজনকে সরিয়ে অন্যত্র চলে যেতে বলে।
পরে চুয়াডাঙ্গা সেনাবাহিনীর ৫৫ পদাতিক ক্যাপ্টেন জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সেনা বাহীনীর ৪ প্লাটন সেনা মোতায়েন করা হয়। এরপর চুয়াডাঙ্গা জেলার এ এসপি জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করে বোমাটি দেখতে পায়। এ ছাড়াও ডিবির ওসি ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা ফায়ার ষ্টেশন অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান কুষ্টিয়া র্যাবের ডিএডি হেলাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলার এএসপি জাকিয়া সুলতানা জানান বোমা উদ্ধারের জন্য যশোর ক্যান্টনমেন্ট থেকে বোমা নিষ্ক্রিয় একটি দল এসে বোমাটি উদ্ধার করবে।
তবে বোমাটি উদ্ধার করতে রাত ১১ টা বাজতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় এলাবাসি ভীত সশস্ত্র হযে পড়ে আতংক বিরাজ করছে।