চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন ও র্যালির মধ্য দিয়ে শত্রুমুক্ত দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় দর্শনা পুরাতন বাজার মুক্তিযোদ্ধা অফিসে এই উপলক্ষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়।
আজকের এই দিনে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধে পরাজিত করে পাক হানাদার মুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। প্রতিবছরের ন্যায় এই দিনে দর্শনা শত্রু মুক্ত দিবস পালন করা হয়।
আজ বুধবার সকালে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার কমরেড সৈয়দ মজনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা শত্রুমুক্ত দিবস পালন কমিটির আহবায়ক সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম, সাবেক দর্শনা পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান মোল্লা, মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রমুখ। পতাকা উত্তোলন শেষে দর্শনা পৌর মুক্তিযোদ্ধা অফিস থেকে একটি র্যালির বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।