দর্শনা রামনগর মাথাভাঙ্গা যুব সংঘের উদ্যোগে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ স্মৃতি ফুটবল টুনার্মেন্ট সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে রামনগর ফুটবল মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্টিত হয়।
এ সেমিফাইনাল খেলায় যশোর জেলা কল্যান একাদশ সমিতিকে ২-০ গোলে পরাজিত করে পাবনা আয়ুব খান স্মৃতি ফুটবল একাদশ ফাইলালে উঠেছে। খেলার প্রথম পযার্য়ে খেলায় কোন দল কোন গোল করতে পারেনি। তবে দ্বিতীয় পর্বের খেলায় পাবনা আয়ুব স্মৃতি ফুটবল একাদশের ৯নং খেলোয়ার কাওছার আলী ৪৭ মিনিটের সময় ১ম গোলটি করে এবং ১১ নং খেলোয়ার ৫৫ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন বিপ্রো। ফলে ২-০ গোলে যশোর জেলা কল্যান একাদশকে পরাজিত করে পাবনা আয়ুব খান স্মৃতি ফুটবল একাদশ।
সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সাবু বিপ্রোকে সেরা খেলোয়ারের হিসাবে পুরুস্কার তুলে দেন। রেফারীর দায়িত্ব পালন করেন নিপুন এবং লাইচম্যান হিসাবে দায়িত্বে ছিলেন আলো ও রবিউল ইসলাম। রামাযুষের সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু।
বিশেষ অতিথি হিসাবে দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার শামীম উদ্দিন, দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ, দর্শনা পৌর বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন,দর্শনা পৌর বিএনপির যুবদলের সদস্য সচিব রফিকুল হাসান, সাবেক দর্শনা পৌরদলের সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, থানা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম। মদনা পারকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন। তবে আজকের খেলায় দর্শক গ্যালারীতে ছিলো পরিপূর্ণ উপচে পড়া ভীর ও মাঠ ভর্তি দর্শক ছিলো দেখার মত। সমগ্র ফুটবল খেলার ধারা ভাষ্য দেন হাসান গাজী ও সবুজ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাহান আলী।