চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার জয়নগর চেকপোস্ট বাংলাদেশ ও ভারতের ব্যাস্ততম স্থলবন্দর। আর এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন যাতায়াত করে এক থেকে দুই হাজার মানুষ।
দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে যাতায়াত সহজ হওয়ার কারনে অনেকটা ভীড় দেখা যায় এই চেকপোস্টে।
কিন্তু চীনে উদ্ভাবিত নতুন প্রাণঘাতি করোনা ভাইরাস যা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে এজন্য দর্শনার জয়নগর চেকপোস্টে এপার ওপারের যাত্রী আসা- যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন করে কেউ আসা যাওয়া করতে পারছে না এই চেকপোস্ট দিয়ে। অনেক ফাকা হয়ে গেছে জয়নগর চেকপোস্ট। যা এর আগে কখনো দেখা যায় নি।
এবিষয়ে দর্শনা জয়নগর চেকপোস্টে দায়িত্বরত আফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাস যাতে আমাদের দেশে অন্য মানুষের দ্বারা প্রবেশ করতে না পারে এজন্য নতুন সকল এপার ওপার আসা যাওয়া যাত্রীদের আমরা প্রবেশ করতে দিচ্ছি না।
তবে অনেকে নিজে থেকেই আসা যাওয়া বন্ধ করে দিয়েছে।