দর্শনা পারকৃষ্ণপুরে স্বল্প ব্যায়ে মাছের খাদ্য তৈরি ও মৎস মাঠ পালিত হয়েছে। ওয়েভ ফাউন্ডশনের সমন্তিত কৃষি ইউনিটভূক্ত মৎস্য খাতের উদ্যােগে দামুড়হুদার পারকষপুর-মদনা ইউনিয়নে এ মাঠ দিবস অনুষ্টিত হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় হবা হালদারের সভাপতিত্বে মৎস্য জীবিদের মাছ চাষকে লাভজনক করার লক্ষ্য স্বল্প মুল্য ফিস ফিডর উদ্যাক্তা তৈরীতে মাঠ দিবস অনুষ্টিত হয়।
মাঠ দিবসে ইউনিয়নের প্রায় ছোটবড় একশত জন মৎসজীবি অংশগ্রহন করেন। মাঠ দিবস বিভিন্ন পর্যায়ের মৎস কর্মকর্তারা কিভাবে মৎসজীবিরা স্পল্প মুল্য ফিসফিড তৈরী করতে পারে তার কলা- কৌশল ও প্রক্রিয়া হাতেকলমে শিখায়ে দেয়। আধুনিক পদ্ধতিতে মাছচাষ করে কিভাবে লাভজনক হওয়া যায় সে বিষয়ে কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে মৎসজীবিদের সামনে একজন উদ্যাক্তা বড় বড় কোম্পানির উচ্চ মৃল্যর ফিস ফিড বাজার থেক না কিনে তার কেনা ছোট মেশিনে কিভাবে তিনি ফিড তৈরী করে মাছ চাষ করছেন তার ডেমী তুলে ধরেন।
মাঠ দিবস অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হানিফ মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডশনের সহকারী পরিচালক কিতাব আলী, সিনিয়র সম্বয়কারী ও দর্শনা প্রেস ক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ ও ওয়েভ ফাউন্ডশনের মৎস্য কর্মকর্তা এবিএম আরমান হুসাইন।