কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প আওতায় দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং রিসো সংস্থার বাস্তবায়নে মনোহরপুর ইউনিয়নের কৃষক জোটের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষক জোটের সভাপতি আকিমুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মধাব খালী বিলের পানি নিস্কাশন ও কৃষকরা যাতে চলতি মৌসুমে ভুট্টার সঠিক মুল্যে পায় এবং সঠিক ওজন থেকে বঞ্চিত না হয় এ বিষয় উপজেলা নিবার্হী কর্মকতার ভুমিকা রাখতে পারে সেই সম্পর্কে কৃষকদের পক্ষ থেকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।
এদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন, কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোর্শেদ বিল্লা, কৃষক জোটের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, সহ-সভাপতি জহুরুল হক, সদস্য রওশন আলী ও বুলবুলি খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন রিসো সংস্থার এফও হাসি খাতুন ও রিদয় হোসেন।