চুয়াডাঙ্গার দর্শনায় শ্যামপুর গ্রামের মাঠে দুই দিনে ২টা বিষধর সাপ রাসেলস ভাইপার মারলেন গ্রামের কিছু যুবক ও কৃষক। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে ও গত শুক্রবার সাড়ে ১০ টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের কবরস্থানের পাশে একটি মাঠ থেকে দু’দিনে ২টা বিষধর সাপ রাসেলস ভাইপার মারা হয়।
জানাগেছে, গতকাল শনিবার বেলা ১১ টার দিকে শ্যামপুর গ্রামের কয়েকজন যুবক মাঠ পরিদর্শন ও ঘাস কাটার উদ্দেশ্যে গ্রামের সরকারি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলো এ সময় পাশের বেগুন ক্ষেতে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে তারা আতকে ওঠে পরে তারা দ্রুত লাঠিসোঁটা নিয়ে সেই সাপটি মারে এবং গ্রামের লোকজনদের দেখিয়ে পরে মাটিতে পুতে ফেলে। ঠিক একই মাঠে পাশের আরেকটি কৃষি জমিতে একজন কৃষকের স্ত্রী এই সাপ দেখতে পেয়ে আতকে ওঠে পরে আশপাশের কয়েকজন ডেকে পরে সাপটি মারা হয়।
বেশ কিছুদিন আগেও যেই রাসেলস ভাইপার নামক বিষধর সাপ সারা দেশ সহ বিশ্ব ব্যাপী আতঙ্ক সৃষ্টি করে তবে মাঝে কিছু কিছু স্থানে বেশ কিছু এই বিষধর সাপ মারার পর মাঝে অনেকটাই স্থির হয়ে গেছিলো এই রাসেলস ভাইপার নামক বিষধর সাপ আতঙ্ক কাজ করছে কৃষক ও সাধারন মানুষের মাঝে। তবে হঠাৎই আবার যেন এই সাপের দেখা মিলছে। যার ফলে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রাম সহ পুরো দর্শনা জুড়েই ছড়িয়ে পড়েছে এই রাসেলস ভাইপার সাপ আতঙ্ক।