ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশ আন্তঃজেলা ট্রাক চোর চক্রের দর্শনা থেকে ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি ট্রাক ও চুরি হওয়া অন্য ট্রাকের টায়ার, ব্যাটারি, রিংসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে ফরিদপুর ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাসষ্টান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোবারকপাড়ার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে রেজওয়ান হোসেন (২২), একই থানার দর্শনা আজিমপুর আমতলা পাড়ার মৃত হারুন মিয়ার ছেলে আকাশ মিয়া (২৩),দর্শনা মোহাম্মদপুর পাড়ার শফি মিস্ত্রির ছেলে আলোচিত চোর রিয়াদ হোসেন (২৫) ও ফরিদপুর জেলার নগরকান্দা থানার যদুরদিয়া গ্রামের মৃত সুবল কর্মকারের ছেলে অপূর্ব কর্মকার অপু (২৬) কে গ্রেফতার করে কালিগন্জ থানা পুলিশ।
আজ রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গত ২ সেপ্টেম্বর রাত ১ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা মেট্রো ট ১৮-৯৩৫০ নম্বরের ট্রাকটি চুরির করার সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয় রেজওয়ান হোসেন। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাক চোর চক্রের অন্যান্য তিন সদস্য আকাশ মিয়া,রিয়াদ হোসেন ও অপূর্ব কর্মকার অপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাকটি উদ্ধার করাসহ অন্য ট্রাক থেকে খুলে নেওয়া টায়ার, ব্যাটারি, রিংসহ অন্যান্য মালামাল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ট্রাক চোর চক্রের সদস্যদের বিরুদ্ধের কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।