দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নয়ন সরকার ও কুরবান আলী নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।
গতকাল রবিবার সকাল সোয়া ৫ টার দিকে তাকে দর্শনা থানাধীন পাঠানপাড়া থেকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পাঠান পাড়ার রেল কলোনীর আমির খাঁর ছেলে তরিকুল ইসলামের বসত বাড়ির পশ্চিম পার্শ্বে ইটের সলিং রাস্তার উপর অভিযান চালায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে দর্শনা থানার সেকেন্ড অফিসার এস,আই আহম্মদ আলী বিশ্বাস, এ,এস,আই মারুফুল হাসান ও এ,এস,আই আবু বক্কর সিদ্দিক সহ সঙ্গীয় ফোর্স।
এসময় ৩৫ পিচ ইয়াবাহ ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় নয়ন সরকার (২১) ও কুরবান আলী (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নয়ন সরকার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ার জাহাঙ্গীর সরকারের ছেলে ও কুরবান আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন মোবারকপাড়ার মৃত হোসেন আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।