শীত মৌসুম হওয়ায় দর্শনা বাজারে দেখা মিলছে বিভিন্ন ধরনের কাঁচা তরকারি। কিন্তু শীত মৌসুমি কাচা তরকারির দাম আকাশ ছোয়া, এই দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলো।
প্রায় সকলের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে আলু কিন্তু বাজারে শীতের নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, পুরাতন আলু ২৫-৩০ টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, নতুন শিম ৩০-৩৫ টাকা, টমেটো ৫০-৬০ টাকা,
পাতাকপি ৩০-৪০ টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা, কাঁচামরিচ ২০-৩০ টাকা, কাচকলা ২৫-৩০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, শশা ৫০-৫৫ টাকা, রসুন ১৮০-২০০ টাকা, এছাড়াও সকল সবজির দামও বেশি।
তবে পেঁয়াজ নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও কমছে না পেঁয়াজের ঝাঁজ, দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ২০০ টাকা।
পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে ভোজ্য তেলের, বোতল জাত তেলের দাম লিটারে বেড়েছে ৮-১০ টাকা, খোলা তেল বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকা। লবনের দাম ঠিক থাকলেও সকল মসলার দাম বৃদ্ধি পেয়েছে। চালের দাম বেড়েছে কেজি প্রতি ৪-৫ টাকা।
এই মূল্য বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে দৈনন্দিন জীবন যাপন পার করতে।
-দর্শনাা প্রতিনিধি